কম্পিউটার কি - কম্পিউটার ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানুন

ভূমিকাঃ

মানবসভ্যতার শৈশব, কৈশোর ও যৌবনের ধাপগুলোতে যদি সভ্যতার সুউচ্চ সোপান হিসাবে চিন্তা করা যায়, একথা স্বীকার করতেই হবে সভ্যতার শীর্ষ সোপান বিজ্ঞানের কল্যাণে শোভিত। আর বিজ্ঞানের পাখায় ভর করে আধুনিক সভ্যাতার বিস্ময় হিসাবে কম্পিউটার তার স্বয়ংক্রিতায় পাল্টে দিয়েছে গোটা সভ্যাতার চেহারা।


কম্পিউটার কি

ইলেকট্রনিক কৌশলের এক বিস্ময়কর প্রয়োগ হলো কম্পিউটার। Computer শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছেন। মূলত Compute শব্দ থেকেই Computer শব্দের উৎপত্তি। কম্পিউটার বলতে এমন একটি ইলেকট্রিক্যাল যন্ত্রকে বোঝায়-যা অগণিত তথ্য-উপাত্ত গ্রহণ করে সক্রিয়ভাবে বিশ্লেষণ করে সিন্ধান্ত দিতে পারে। ‘কম্পিউটার’ শব্দটির অর্থ হলো গণনাকারী যন্ত্র। 

এর কাজ দ্রুত ও নির্ভরযোগ্য। এছাড়া তথ্যাদির বিশ্লেষণ ও তুলনা করা এবং সিন্ধান্ত দেয়ার বিস্ময়কার ক্ষমতা রয়েছে এ যন্ত্রটির। গণিত, যুক্তি ও সিন্ধান্তমূলক কাজের সঙ্গে কম্পিউটারের সংযোগ রয়েছে।

কম্পিউটার প্রজন্ম

আমরা সবাই আধুনিক বিজ্ঞান যুগের অধিবাসী এই যুগের সবচাইতে বেশি প্রয়োজনীয় কম্পিউটার নামের এই যন্ত্রটি আধুনিক রূপ কিন্তু একদিনে পায়নি এই জন্যে যুগ যুগ ধরে বিশেষজ্ঞদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এর মধ্যে বারংবার এই যন্ত্রের পরিবর্তন ঘটেছে কম্পিউটার যন্ত্রের জন্ম লগ্ন থেকে এই সময়কাল পর্যন্ত সময়কে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়।

প্রাচীন যুগঃ খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে চীন দেশে গণনা কাজের জন্য এই ধরনের যন্ত্র ব্যবহার করা হতো, যার নাম ছিল অ্যাবাকাস। এই অ্যাবাকাস নামক যন্ত্রের সাহায্যে প্রাচীন যুগে বিভিন্ন গণনার কাজ করা হতো। আবার এই অ্যাবাকাস থেকেই আধুনিক ক্যালকুলেটর তৈরির ধারণা এসেছে এটা অনস্বীকার্য। কম্পিউটারকে যদি বড় আকারের গণনা যন্ত্র হিসেবে ধরা হয় তাহলে এই অ্যাবাকাসি কম্পিউটারের প্রথম ভিত্তি।

মধ্যযুগঃ অ্যাবাকাস আবিষ্কারের পর পার হয়ে যায় কয়েক হাজার বছর। প্রথম যান্ত্রিক গণনার যন্ত্র তৈরি হয় ১৬৪৫ খ্রিস্টাব্দে স্যার ব্লায়াস প্যাসকেল নামে একজন ফরাসি বিজ্ঞানী এটা তৈরি করেন। বিজ্ঞানের নাম অনুসারে এই যন্ত্রের নাম দেওয়া হয়েছিল প্যাসকেলাইন। এটার কার্যপ্রণালী ছিল অ্যাবাকাস এর মতই তবে এতে চাকরির পরিবর্তে ব্যবহার করা হয়েছিল দাঁতযুক্ত চাকা বা গ্রিয়ার। ১৬৯৪ সালের দিকে প্যাসকেলাইন যন্ত্রের কিছুটা উন্নতি সংস্করণ তৈরি করলেন গটফ্রেট উইলহেম ভন লেইবনিজ।

আধুনিক যুগঃ ১৯৪৩ সালের গোড়ার দিকে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির জন মশলি ও প্রফেসর এর্কাট নামের দুই প্রতিভাবান ইঞ্জিনিয়ার প্রথম প্রজন্মের কম্পিউটার তৈরিতে হাত দিলেন । পুরো তিন বছর অকান্ত পরিশ্রম করে ১৯৪৬ সালের মাঝামাঝি তার সত্য সত্য তৈরি করে ফেললেন প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার তার নাম দেয়া হলো ‘ENIAC'

কম্পিউটারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কি

কম্পিউটার আধুনিক যুগের মানুষের পরনির্ভরশীল সহচর ও বন্ধু। প্রত্যাহিত জীবনের হিসাব-নিকাশ থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেকোনো গুরুত্বপূর্ণ কাজে কম্পিউটারের প্রয়োজনীয়তা অপরিসীম। যেসব দুরূহ কাজ মানুষের অসাধ্য, যেমন দুর্গম স্থান মানুষের আগম্য সেখানেই কম্পিউটারের প্রয়োগ, সেখানেই তার বিস্ময়কর সাফল্য। এই দ্রুত পরিবর্তনশীল আধুনিক জগতে সময়ের সদ্ব্যবহার করে অর্থাৎ সময় বাঁচিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে কোন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম।

কি কি ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হয়

আধুনিক সভ্যতা ও কম্পিউটারের কে আলাদাভাবে চিন্তা করা যায় না। মূলত এ কারণেই অফিসের কাজে, ব্যবস্যা ক্ষেত্রে, স্কুল-কলেজে, বিশ্ববিদ্যালয়, শিল্পকারখানায়, খেলাধুলা ও চিত্ত বিনোদনে, ব্যক্তিগত কাজে, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থায় দিন দিন কম্পিউটারের ব্যবহার বেরিয়ে চলেছে। বর্তমানে মানুষ কম্পিউটার যন্ত্রের উন্নয়ন সাধন করে মানব জীবনের সর্ব ক্ষেত্রে সূক্ষ্ম থেকে বৃহৎ কাজে এটিকে ব্যবহার করছে।

লেখকের মন্তব্য

বিজ্ঞানের জয় উল্লাসে মানুষ কম্পিউটারকে ব্যক্তিগত, ব্যবসায়িক ও জাতীয় জীবনে ব্যবহার করছে প্রতিনিয়ত। কেননা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে আজ আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রবেশ অপরিহার্য। কাজেই কম্পিউটারকে আজ আর ঠেকিয়ে রাখা সম্ভব নয়। সে ক্ষেত্রে দেশের বাস্তব অবস্থাকে স্বীকার করেই এর প্রয়োগ ক্ষেত্র নির্বাচন করতে হয়। কম্পিউটার প্রয়োগে কাজে লাগিয়ে আমাদের খুঁজে বের করতে হবে নিত্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে। শতাব্দীর এই বিস্ময়কর আবিষ্কারটি দিক নির্ণয় আমাদের পথ দেখাবে-কোন পথে আমাদের সিদ্ধি, কোন গন্তব্যে আমাদের কর্ম প্রসার দ্বারা সুনিশ্চিত।

আমার এই আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এবং আপনার আত্মীয়-স্বজন, বন্ধুদের সাথে আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে শেয়ার করবেন। নিয়মিত ভিজিট করার জন্য উৎসাহ করবেন। আপনার প্রতিটা মুহূর্ত সুন্দর হোক-আসসালামু আলাইকুম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url