কম্পিউটারে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম - কপিরাইটিং কি - প্লেজারিজম (Plagiarism) কি বিস্তারিত জানুন
কম্পিউটারে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম - কপিরাইটিং কি - প্লেজারিজম (Plagiarism) কি ও আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ আমরা অনেকেই জানিনা। আজকে আর্টিকেলটির মাধ্যমে আপনি এসব কিছু জানতে পারবেন।
একটি ওয়েবসাইট ভালোভাবে মেনটেনেন্স করার জন্য কম্পিউটারে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম - কপিরাইটিং কি - প্লেজারিজম (Plagiarism) কি ও আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ সকল বিষয়ে জানা প্রয়োজন। সকল কিছু জানতে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ভূমিকা
এখনো অনেকের অজানা মোবাইলে স্ক্রিনশট কিভাবে করে, কম্পিউটারে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম, গ্রামাটিক্যাল এরর চেকার, কপিরাইটিং কি, প্লেজারিজম (Plagiarism) কি, Buying কিওয়ার্ড র্যাংক করে টাকা ইনকাম করা যায়। আপনি যদি এই সকল কিছু ভালোভাবে জেনে রাখেন তাহলে আপনার ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
আমরা ওয়েবসাইটে একটি পোস্ট এর মধ্যে বিভিন্ন ধরনের স্ক্রিনশট ব্যবহার করে থাকি সেটি কিভাবে করবেন আর্টিকেল এর মধ্যে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের কমবেশি সবার বানান ভুল হয়ে থাকে এই ভুলকৃত বানান ঠিক করব কিভাবে এই আর্টিকেলটির মধ্যে আপনি জানতে পারবেন। সকল কিছু জানার জন্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
মোবাইলে স্ক্রিনশট কিভাবে করে
মোবাইলে স্ক্রিনশটস কিভাবে নিব আমরা অনেকেই সঠিক নিয়ম জানি না। আজকে আর্টিকেলটির মধ্যে জানতে পারবেন আপনি মোবাইলে কিভাবে স্ক্রিনশটস নিবেন। কারণ বিভিন্ন প্রয়োজনে আমাদের স্ক্রিনশট নিতে হয়। বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ধরনের ভাবে স্ক্রিনশট নেয়া যায়। অধিকাংশ মোবাইলে পাওয়ার বাটন ও ভলিয়মের নিচের বাটন একসাথে চেপে ধরে স্ক্রিনশট নেওয়া যায়।
আবার আপনার হাতের তিন আঙ্গুল একসঙ্গে মোবাইলের ডিসপ্লের উপর টান দিলে স্ক্রিনশট নেয়া যায়। মোবাইলের কোম্পানি ভেদে স্ক্রিনশট নেয়ার নিয়ম আলাদা হয়ে থাকে। তবে বেশিরভাগ মোবাইল কোম্পানিতে পাওয়ার বাটন ও ভলিউমের নিজ বাটন চেপে ধরে স্ক্রিনশট নেয়া যায়।
কম্পিউটারে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম
আমরা অনেকেই জানিনা কম্পিউটারের মাধ্যমে কিভাবে স্ক্রিনশট নিবো। আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কম্পিউটারের বিভিন্ন অংশ স্ক্রিনশট নিতে হয়। শুধু তাই নয় স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্রিনশট কে প্রয়োজন মত সাইজ করে ব্যবহারের উপযোগী করতে হয়। আজকে আর্টিকেলটির মধ্যে আপনি কিভাবে কম্পিউটার থেকে স্ক্রিনশট নিবেন তা জানতে পারবেন।
১ম ধাপঃ কম্পিউটারে Start বাটনে চাপ দিয়ে সার্চ অপশনে Snipping Tool লিখে সার্চ দিতে হবে।
২য় ধাপঃ Snipping Tool এর মাউসের Right বাটনে চাপ দিয়ে Open করে নিতে হবে।
৩য় ধাপ: Open হয়ে গেলে New বাটনে চাপ দিতে হবে এরপর যতটুকু অংশ স্ক্রিনশট নিব সেটি মাউসের সাহায্যে সিলেক্ট করে নিতে হবে।
৪র্থ ধাপঃ এবার ছবি Save করে নিতে হবে। ছবি Save করতে ৩ ডট (...) চাপ দিতে হবে অথবা আপনি চাইলে কম্পিউটারে কিবোর্ড থেকে সেভ করে নিতে পারেন। কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+s একসাথে চাপ দিয়ে ইচ্ছামতো জায়গায় ছবিটি Save করতে পারেন।
গ্রামাটিক্যাল এরর চেকার
গ্রামাটিক্যাল এরর চেকার সম্পর্কে আপনার হয়তো সুস্পষ্ট ধারণা নেই। আজকে আর্টিকেলটির মাধ্যমে গ্রামাটিক্যাল এরর চেকার সম্পর্কে জানতে পারবেন। আমরা অনেক সময় লিখার ক্ষেত্রে অনেক বানান ভুল করে থাকি এই ভুল বানানগুলো সংশোধনের জন্য গ্রামাটিকাল এরর চেকার ব্যবহার হয়ে থাকে। গ্রামাটিকাল এরর চেকার মাধ্যমে সঠিক বানান খুঁজে ব্যবহার করতে পারেন।
আপনি যদি যদি অভ্র--কিবোর্ড (Avro--keyboard) ব্যবহার করে থাকেন তাহলে আপনি Avro--Spell--Checker--D দিয়ে আপনার ভুল করা বাংলা ভুল বানানগুলো সঠিক করে নিতে পারবেন। আমরা সকলেই কোন কিছু লিখতে গেলে সঠিক বানান লিখতে চাই আর এই সঠিক বানান কিভাবে চেক করবেন সেটা এতক্ষণে বুঝতে পেরেছেন।
কপিরাইটিং কি
কপিরাইটিং ও কপিরাইট কথাটির মধ্যে সম্পূর্ণ অর্থগত কোন মিল নেই। কপিরাইট হচ্ছে আপনি যদি অন্য কারোর লিখা চুরি করে নিজের বলে চালান বা কপি পেস্ট করেন তাহলে সেটি কপিরাইটের আন্ডারে পড়বে। কপিরাইটের নির্দিষ্ট আইন রয়েছে এ আইনের দ্বারা আপনি যদি কারো লিখা বা পোস্ট চুরি করে থাকেন তাহলে সাজাপ্রাপ্ত হবেন। কপিরাইটিং বিষয়টি তার থেকে ভিন্ন।
কপিরাইটিং হচ্ছে কোন ব্যক্তির অ্যাটেনশন সিক করে তার কাছে কোন কিছু নিয়ে প্রমিস করে কোন সেবা বা প্রোডাক্ট বিক্রয় করাকে কপিরাইটিং বলে। কপিরাইটিং এর কয়েকটি ধাপ রয়েছে। যার মধ্যে প্রথমেই রয়েছে আপনি আপনার কাস্টমার অথবা পাঠকের কোন কিছু দেখিয়ে তার মনোযোগ আকৃষ্ট করতে হবে।
দ্বিতীয়তঃ আপনি যে প্রোডাক্ট বা সেবা প্রদান করবেন সেটা শতভাগ সেবা প্রদান বা অথেন্টিক প্রোডাক্ট দেয়ার প্রমিস করতে হবে। তৃতীয়ত আপনি কাস্টমারের কাছে আপনার পণ্য বা সেবা প্রদান করতে পারেন। কপিরাইটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কাস্টমারকে এমন কিছু দেখাতে হবে যাতে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। কারণ কাস্টমারের কাছে অত সময় নেই যা নিয়ে কাস্টমার আপনার বিজ্ঞাপনটি পড়বে। আশা করি আপনি কপিরাইটিং সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
প্লেজারিজম (Plagiarism) কি
আমাদের অনেকের প্লেজারিজম সঠিক ধারণা নেই আজকে আর্টিকেলটির মধ্যে আপনি জানতে পারবেন প্লেজারিজম কি এবং এটি কেন ব্যবহার করা যাবে নাপ্লেজারিজম। এবার আসুন প্রথমে জেনে নিই প্লেজারিজম কি। অন্যদের লেখা কপি করে নিজের বলে চালিয়ে দেয়া কে প্লেজারিজম বলে।
অর্থাৎ আপনি একজনের পোস্ট সম্পূর্ণটা কপি করে নিজের ওয়েবসাইটে লিখলেন অথবা ওই পোষ্টের কিছু অংশ কপি করে নিজের পোস্টে পাবলিস্ট করলেন এই ধরনের কাজকেই মূলত প্লেজারিজম বলা হয়। আপনি এখন ভাবতে পারেন আপনার ওয়েবসাইটের লিখাগুলো বা আর্টিকেলটি কেউ চুরি করেছে কিনা তা বুঝবেন কিভাবে।
এটি বুঝার জন্য অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যার মধ্যে একটি হচ্ছে Copycape এটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পোস্ট কেউ কপি করেছে কিনা। আপনি চাইলে গুগলে সার্চ দিয়েও চেক করতে পারেন আপনার পোস্টটি কপি করেছে কিনা। আপনার যে অংশ মনে হবে এ অংশটি কপি করতে পারে সে অংশটি সিলেক্ট করে কপি করে গুগলে সার্চ দিয়ে বুঝতে পারবেন আপনার লেখাগুলো কেউ কপি করেছে কিনা।
আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ
এখন আপনি আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং সম্পর্কে জানতে পারবেন। আর্টিকেল স্পিনিং হচ্ছে আপনি একজনের সম্পূর্ণ আর্টিকেল কপি করে কোন একটি ওয়েবসাইটের মাধ্যমে তার অর্থগত ভাষা একই রেখে আলাদাভাবে লিখাকে বোঝায়। এটি আপনি বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে করতে পারেন। এগুলোর মধ্যে একটি ওয়েবসাইট হচ্ছে free-article-spinner.com এটির মাধ্যমে আপনি যতটুক লেখা পরিবর্তন করতে চান সেটি input text পেস্ট করে দিয়ে spin text চাপ দিলেই ফলাফল পেয়ে যাবেন। শুধুমাত্র একটি কিওয়ার্ড দিয়ে অটোমেটিক ভাবে সম্পূর্ণ একটি আর্টিকেল তৈরি হয়ে যাওয়াকে আর্টিকেল স্ক্র্যাপিং বলে।
Buying কিওয়ার্ড র্যাংক করে টাকা ইনকাম করা
Buying কিওয়ার্ড র্যাংক করে টাকা ইনকাম করা যায় অনেকেই জানেন না। আর্টিকেলটির মাধ্যমে আপনি কিভাবে Buying কিওয়ার্ড র্যাংক করে টাকা ইনকাম করবেন জানতে পারবেন। ধরুন কোন মানুষ কোন কিছু সম্পর্কে google এ জানতে চাইল। আপনি ঐ সকল ব্যক্তিদের কে নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলেন এবং তারা কি সম্পর্কে জানতে চাই সেগুলো তার সামনে তুলে ধরলেন।
শুধু তাই নয় কিওয়ার্ড রিসার্চ করার পর ওই ব্যক্তিদের কাছে তার কাঙ্খিত প্রোডাক্টগুলো তুলে ধরলেন। এই থেকে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার করতে পারেন এছাড়াও আপনি চাইলে অন্যের ব্যবস্থা প্রতিষ্ঠানকে ওই সকল মানুষের কাছে পৌঁছে দিয়ে কমিশন নিতে পারেন একে বলা হয় এফিলেট মার্কেটিং।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক এতক্ষণ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই আর্টিকেলটির মাধ্যমে মোবাইলে স্ক্রিনশট কিভাবে করে, কম্পিউটারে স্ক্রিনশটস নেওয়ার নিয়ম, গ্রামাটিক্যাল এরর চেকার, কপিরাইটিং কি, প্লেজারিজম (Plagiarism) কি, Buying কিওয়ার্ড র্যাংক করে টাকা ইনকাম করা যায় সকল কিছু একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি।
আমরা নিজেদের ওয়েবসাইট নিয়ে খুবই সতর্কতা অবলম্বন করে থাকি আমার লেখা কেউ কপি করলো কিনা অথবা চুরি করে তারপরে চালিয়ে দিল কিনা সেটি কিভাবে জানবেন আশা করি আর্টিকেলটির মধ্যে বুঝতে পেরেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লেজারিজম (Plagiarism) । আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন প্লেজারিজম কি।
আমাদের নিজেদের ওয়েবসাইটকে ঠিক রাখার জন্য কখনোই অন্যের লেখা কপি করে নিজের বলে চালানো উচিত হবে না। এ থেকে আপনি হয়তো সাময়িকভাবে লাভবান হলেও পরবর্তীতে আপনার ওয়েবসাইটের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আজকের এই পোস্টটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েছেন।
আপনার যদি কোন মতামত এবং প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না। আপনার প্রতিটা মুহূর্ত সুন্দর হোক-আসসালামু আলাইকুম
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url