সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে পার্থক্য - সফটওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য জানুন
সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে পার্থক্য - সফটওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য না জেনে থাকলে এই আর্টিকেলটির মধ্যে জানতে পারবেন। আর্টিকেলটির মধ্যে সফটওয়্যার কাকে বলে ও হার্ডওয়ার কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।
আমরা আমাদের হাতে থাকা ডিভাইস গুলোতে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। আর এই সকল কিছু জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সফটওয়্যার কি
কম্পিউটারের সাহায্যে কোন সমস্যা বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের বোধগম্য ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে সফট্ওয়্যার বলা হয়। সফট্ওয়্যারকে প্রোগ্রাম বা কর্মসূচীও বলা হয়। সফট্ওয়্যারগুলো কম্পিউটারের প্রাণস্বরুপ এবং এর মাধ্যমেই কম্পিউটার হার্ডওয়্যাররের কার্যপদ্ধতি সমূহকে সচল করে তার অভ্যন্তরীণ কাজ সুষ্ঠ- সুন্দরভাবে সম্পাদন করে।
এর কর্ম-নির্দেশসমূহ কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত করে রাখা হয়। সফট্ওয়্যারের প্রভাবেই কম্পিউটার একটি সাধারণ ইলেকট্রনিক্স যন্ত্র থেকে পৃথক গাণিতিক শক্তি সম্পন্ন বুদ্ধিমান যন্ত্রের রুপ লাভ করে। যার দ্বারা একটি মানুষ খুব সহজে কম্পিউটারের ভাষা বুঝতে পারি বা কম্পিউটার মানুষের নির্দেশিত কাজ করতে পারে।
হার্ডওয়্যার কাকে বলে
কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে হার্ডওয়ার একটি। সহজ ভাষায় হার্ডওয়্যার বলতে আমরা বুঝে থাকি একটি কম্পিউটারের যাবতীয় যান্ত্রিক অংশকে। যেমন-কিবোর্ড, মাউস, সিপিইউ, মনিটর ইত্যাদি। অর্থাৎ কম্পিউটারে যে সকল যন্ত্রাংশ আমরা স্পর্শ করতে পারি ও সকল যন্ত্রাংশ কে হার্ডওয়্যার বলা হয়। একটি কম্পিউটারের মূল গঠন তৈরি করে হার্ডওয়ার তাই হার্ডওয়ারকে কম্পিউটারে দেহ বলা যেতে পারে। পূর্বে কম্পিউটারের যন্ত্রাংশ অনেক বৃহৎ ছিল কালের বিবর্তনে সেগুলোকে ক্ষুদ্র আকারে তৈরি করা হয়েছে। যা আমরা খুব সহজে পরিবহন করে থাকে।
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য
সফটওয়্যার ও হার্ডওয়্যার এর পার্থক্য সম্পর্কে আপনার যদি অজানা থাকতে তাহলে জেনে নিতে পারেন। জানার জন্য অথবা বিভিন্ন কাজে সফটওয়্যার ও হার্ডওয়ার এর পার্থক্য প্রয়োজন পড়ে। নিম্নে সফটওয়্যার ও হার্ডওয়ার এর পার্থক্য দেয়া হলোঃ
ফার্মওয়্যার কাকে বলে
ফার্মওয়্যার এক ধরনের সফট্ওয়্যার। কম্পিউটার তৈরি করার সময় এর মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বা মনিটর প্রোগ্রাম বলা হয়। এ সকল প্রোগ্রাম ব্যবহারকারী কোনভাবে পরিবর্তন করতে পারে না। এ সকল প্রোগ্রামের আউটপুট কেবল পর্যায়ক্রমে মনিটরে প্রদর্শিত হয়।
কম্পিউটার অন-অফ, স্টার্ট, রিস্টার্ট, ইনপুট এবং আউটপুটের যে কার্যধারা তা ফার্মওয়্যার যারা নিয়ন্ত্রিত হয়। কম্পিউটার বিজ্ঞানীদের মতে, যে ডেটা এবং কার্য নির্দেশের তালিকাগুলো যে হার্ডওয়্যারের মধ্যে সেট-আপ বা সংরক্ষণ করা হয়েছে ঐসব ডেটা ও কার্য-নির্দেশগুলোর এবং হার্ডওয়্যারের মিলিত অবস্থাকে ফার্মওয়্যার বলে। যেমন- ROM BIOS (Read Only Memory Basic Input Output System) -এর মধ্যে যে ডেটা এবং নির্দেশ থাকে তা ফার্মওয়্যার। প্রিয় পাঠক আশা করি ফার্মওয়্যার সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন।
সফটওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য
উপরিক্ত আলোচনা থেকে আপনি হয়তো এতক্ষণ সফটওয়্যার কাকে বলে ও ফার্মওয়্যার কাকে বলে জানতে পেরেছেন। তাহলে এখন জেনে নিন সফটওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য। নিম্নে সফটওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য দেওয়া হলোঃ
লেখকের কথা
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে পার্থক্য - সফটওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য সম্পর্কে। জানতে পেরেছেন বিভিন্ন প্রকার সফটওয়্যার ও ফার্মওয়্যার উদাহরণ। আশা করি আপনি উপরোক্ত আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।
আমার এই আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এবং আপনার আত্মীয়-স্বজন, বন্ধুদের সাথে আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে শেয়ার করবেন। নিয়মিত ভিজিট করার জন্য উৎসাহ করবেন। আপনার প্রতিটা মুহূর্ত সুন্দর হোক-আসসালামু আলাইকুম
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url